কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
- History of Computer
- Computer Generation
- Types of Computer
- Input Devices
- Output Devices
- Computer memory
- CPU & Microprocessor
- Computer Bus
- Software
- Operating System
- Database
- Number system
- Logic Gates
- Boolean Algebra
- Data & Information
- Protocols
- Medium
- Network Topology
- Wifi WiMax, Bluetooth
- URL
- Cloud Computing
নেটওয়ার্ক টপোলজি
- বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশন করা হয় তাকে টপোলজি বলে। একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটারের অবস্থাগত ও সংযোগ বিন্যাসের কাঠামোই হলো নেটওয়ার্ক টপোলজি।
- কম্পিউটারগুলোতে ক্যাবলের ভিতর দিয়ে ডেটা আদান-প্রদানের জন্য সুনিয়ন্ত্রিত পথের প্রয়োজন হয়। নেটওয়ার্কে প্রতি জোড়া স্টেশনের মধ্যে কোন পথে ডেটা চলাচল করবে নেটওয়ার্ক টপোলজি তা নির্ধারণ করে।
নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ
- কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য ৬ ধরনের টপোলজি ব্যবহার করা হয়
- বাস টপোলজি (BUS Topology)
- স্টার টপোলজি (Star Topology)
- রিং টপোলজি (Ring Topology)
- মেশ টপোলজি (Mesh Topology)
- ট্রি টপোলজি (Tree Topology)
- হাইব্রিড টপোলজি (Hybrid Topology)
বাস টপোলজি (BUS Topology)
- এ টপোলজিতে একটি মূল তারের সাথে সব কয়টি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে। প্রতিটি কম্পিউটার মূল বাসের সাথে সংযুক্ত থাকে। নেটওয়ার্কের সকল কম্পিউটার একটি ক্যাবল দ্বারা সংযুক্ত এবং ক্যাবলের প্রত্যেক প্রান্তে থাকে একটি টার্মিনাল, এ ধরনের সংগঠনকে বলে বাস (BUS)।
- নেটওয়ার্ক ব্যবস্থায় ডেটা সিগন্যাল আকারে মূল বাসে চলাচল করে। এটি লিনিয়ার প্যাসিভ টপোলজিও নামেও পরিচিত। এ টপোলজিতে অল্প ক্যাবলের প্রয়োজন হওয়ায় খরচ কম।
- এ টপোলজিতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে না। কাজেই প্রত্যেকটি কম্পিউটার/ ডিভাইসকে স্বয়ংসম্পূর্ণ হতে হয়। এর প্রধান ক্যাবল এটার ব্যাকবোন।
স্টার টপোলজি (Star Topology)
- এ নেটওয়ার্কে একটি হোস্ট কম্পিউটারের সাথেঅপর কম্পিউটার এমনভাবে যুক্ত থাকে যা দেখতে আকাশের তারকার মতো।
- এ টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে। এ নেটওয়ার্কে হাব বা সুইচের মাধ্যমে বিভিন্ন কস্পিউটারে সংযুক্ত থাকে এবং এ হাবই ডেটা গ্রহণ ও নির্গমণ চলাচল নিয়ন্ত্রণ করে। LAN সংযোগের ক্ষেত্রে এ ধরনের সংগঠন বেশি ব্যবহার করা হয়।
- এ টপোলজিতে সার্ভার কম্পিউটার বা হোস্ট কম্পিউটারে, নেটওয়ার্ক, হাব বা সুইচে সমস্যা দেখা দিলে গোটা নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। কিন্তু নেটওয়ার্কভুক্ত কোনো কম্পিউটারে সমস্যা দেখা দিলে কেবল ঐ সমস্যাযুক্ত কম্পিউটারের ক্ষেত্রে ব্যাহত হয়।
রিং টপোলজি (Ring Topology)
- রিং টপোলজিতে একটি কম্পিউটার অপর একটি কম্পিটারের সাথে রিং এর মতো যুক্ত থাকে। এক্ষেত্রে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান। এ টপোলজিতে একটি কম্পিউটার তার দুই পাশের কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এ ব্যবস্থায় কোনো কম্পিউটার ডেটা পাঠালে তা বৃত্তাকার পথে কম্পিউটারগুলোর মধ্যে ঘুরতে থাকে যতক্ষণ না নির্দিষ্ট কম্পিউটার ডেটা গ্রহণ করে।
- এ পদ্ধতিতে প্রত্যেকটি কম্পিউটার স্বাধীন হিসেবে কাজ করে এবং কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না। এই নেটওয়ার্কের আওতায় কোনো কম্পিউটার ডাটা প্রেরণ বা গ্রহণে অপারগ হলে এ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। নতুন কম্পিউটার যোগ করতে হলে সম্পূর্ণ রিং ভেঙে নতুন সংগঠন তৈরি করতে হয়।
- নেটওয়ার্কের আকৃতি বড় হলে তথ্য পারাপারের গতি কম হয়। সেলুলার ফোনে এটি ব্যবহৃত হয়।
মেশ টপোলজি (Mesh Topology)
- মেশ টপোলজির প্রত্যেকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটারের একাধিক সংযোগ ব্যবস্থা থাকে এবং প্রতিটি কম্পিউটার আলাদা লিংক ব্যবস্থাধীন থাকে। এই ব্যবস্থায় প্রতিটি কম্পিউটার সরাসরি যেকোনো কম্পিউটারে ডেটা আদান-প্রদান করতে পারে।
- একে Fully Intreconnected Topology ও বলা হয়। এই সংগঠনের অবকাঠামো অনেক শক্তিশালী। এক ওয়ার্কস্টেশন হতে অন্য ওয়ার্কস্টেশনে ডেটা স্থানান্তরের বিরতি সময় সবচেয়ে কম। এই টপোলজি ডেটা আদান প্রদানে বেশী দক্ষ ও স্বাধীন।
- তবে এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল। অতিরিক্ত লিংক স্থাপন ব্যয়বহুল।
ট্রি টপোলজি (Tree Topology)
- মূলত স্টার টপোলজির সম্প্রসারিত রূপ ট্রি টপোলজি। এ টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। প্রতিটি স্তরে একটি কম্পিউটার নিচের স্তরের হোস্ট হিসেবে কাজ করে।
- এই টপোলজিতে একাধিক হাব ব্যবহার করে সমস্ত কম্পিউটারগুলোকে একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয় যাকে বলে রুট বা সার্ভার। নতুন কম্পিউটার যুক্ত করে হাব ব্যবহারের মাধ্যমে এ টপোলজির নেটওয়ার্ক সহজেই সম্প্রসারণ করা যায়। তাই এ টপোলজির ব্যবহার বেশি।
- অফিস ব্যবস্থাপনায় এর ব্যবহার অধিক। রুট বা সার্ভার কম্পিউটারে কোনো ত্রুটি দেখা দিলে এ নেটওয়ার্ক অচল হয়ে যায়।
হাইব্রিড টপোলজি (Hybrid Topology)
- হাইব্রিড টপোলজি একটি মিশ্র প্রক্রিয়া। বিভিন্ন ধরনের টপোলজি যেমন স্টার, রিং, বাস ইত্যাদি টপোলজির সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড টপোলজি বলে। হাইব্রিড টপোলজি সব ধরনের টপোলজির নেটওয়ার্কে সংযুক্ত থাকে।
- যেমন ইন্টারনেট একটি হাইব্রিড টপোলজি। প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করা যায়। হাইব্রিড টপোলজির কোনো এক অংশ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট বা ব্যহত না হয়ে অংশবিশেষ নষ্ট হয়ে যায়। হাইব্রিড টপোলজিতে ব্যবহৃত হাব সবসময় সচল রাখতে হয়।
নেটওয়ার্ক টপোলজি সংক্রান্ত গুরুত্বপূর্ণ MCQ

Time's up