Computer Memory

মেমোরি শব্দের অর্থ স্মৃতি। কম্পিউটারের যে অংশে বিভিন্ন তথ্য বা নির্দেশাবলি সংরক্ষণ করে তাই মেমোরি বা স্মৃতি। অর্থাৎ কম্পিউটার মেমোরি হলো তথ্য সংগ্রহের স্থান। মেমোরি পরিমাপের একক হচ্ছে বাইট। কম্পিউটারের প্রধান উপাদান/অংশগুলো মেমরি এর মাধ্যমে একে অপরের সাথে সংলগ্ন থাকে।

Scroll to Top