কম্পিউটার

কম্পিউটার হলোএমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে।

কম্পিউটার (computer) শব্দটি গ্রিক কম্পিউট (compute) শব্দ থেকে এসেছে। compute শব্দের অর্থ হিসাব বা গণনা
করা। আর কম্পিউটার (computer) শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না।

কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে। ব্যবহারিকভাবে বলা যায়, কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যাতে ডেটা বা নির্দেশ ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে, ইনপুট হিসাবে প্রাপ্ত ডেটাকে প্রসেস করার ব্যবস্থা থাকে এবং প্রসেস করার পর প্রাপ্ত ফলাফল প্রদর্শিত হয়।

কম্পিউটার যা কিছু করে তার পুরোটাই একটা সিস্টেমের (সফটওয়্যার) মধ্য দিয়ে চলে। কম্পিউটার মানুষের মত হঠাৎ করে বা ধীরে সুস্থে বুদ্ধি বিবেচনা করে কিছু করতে পারে না। কারণ এর কোনো বুদ্ধি বিবেচনা নেই।

কম্পিউটারের বৈশিষ্ট্য

কম্পিউটারের দ্রুতগতি, বিশ্বাসযোগ্যতা, সূক্ষতা, ক্লান্তিহীনতা, মেমোরি, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, বহমুখিতা, স্বয়ংক্রিয়তা ইত্যাদি হলো কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য।

কম্পিউটারের পারঙ্গমতা  

কটি কম্পিউটার কত দ্রুতগতিতে কাজ করতে পারে তার মাপকাঠিকে কম্পিউটারের পারঙ্গমতা (Performance) বলে।কম্পিউটার অত্যন্ত দ্রুতগতিতে কাজ করে। কম্পিউটারে দ্রুত গতিসম্পন্ন গণনার কাজকে মিলিসেকেন্ড, মাইক্রোসেকেন্ড, ন্যানোসেকেন্ড, পিকোসেকেন্ড ইত্যাদি সময়ের একক হিসেবে কাজ করা হয়। তবে কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় ন্যানোসেকেন্ড দ্বারা। কম্পিউটারের একটি কাজ সম্পূর্ণ করতে ১ ন্যানো সেকেন্ড সময় লাগে। নিম্নে সেকেন্ডের সাথে বিভিন্ন সময়ের এককের সাথে সম্পর্ক দেখানো হলো :

কম্পিউটারের সীমাবদ্ধতা

কম্পিউটারের অনেক গুণাবলির মধ্যেও কিছু কিছু সীমাবদ্ধতাও আছে। কম্পিউটারের প্রধান প্রধান কিছু সীমাবদ্ধতা নিম্নে দেওয়া হলো:

গুরুত্বপূর্ণ তথ্যাবলি

Scroll to Top