কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
- Computer Technology
- History of Computer
- Computer Generation
- Types of Computer
- Input Devices
- Output Devices
- Computer memory
- CPU & Microprocessor
- Computer Bus
- Software
- Operating System
- Database
- Number system
- Logic Gates
- Boolean Algebra
- Data & Information
- Protocols
- Medium
- Network Topology
- Wifi WiMax, Bluetooth
- URL
- Cloud Computing
কম্পিউটার বাস
- কম্পিউটার হার্ডওয়্যারগুলোর তথ্য পরিবাহী যোগাযোগ রক্ষার জন্য এক ধরনের ধাতব পরিবাহী লাইন বা তার ব্যবহৃত হয়,এগুলো বাস। অর্থাৎ বাস হচ্ছে একগুচ্ছ তার যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত ১ বা ০ চলাচল করতে পারে। কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্যপরিবাহী পথকে বাস বলা হয়।
- মেমোরি থেকে প্রসেসরে, প্রসেসর থেকে মেমোরিতে ইনপুট/আউটপুট ডিভাইস এবং অন্যান্য অংশে বাসের মাধ্যমে ডিজিটাল সংকেত ১ বা ০ বিট চলাচল করে। কোনো বাসের একটি লাইন দিয়ে একসাথে একাধিক ডিজিটাল সংকেত চলাচল করতে পারে না।
- একটি বাসের ক্ষমতা বা প্রশস্ততা (Bus width)নির্ভর করে ঐ বাসের ভিতর দিয়ে একক সময়ে যতগুলো বিট চলাচল করতে পারে। কম্পিউটার বাসের প্রশস্ততা মাপা হয় বিট দিয়ে। বাসের গতি মাপা হয় মেগাহার্টসে। ১৬ বিটের ডেটাবেস হলো ঐ বাসের ভিতর দিয়ে একক সময়ে ১৬টি বিট চলাচল করতে পারে।
কম্পিউটার বাসের প্রকারভেদ
- কম্পিউটার বাসকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায় : ১. সিস্টেম বাস ২. এক্সপানশন বাস।
- সিস্টেম বাস আবার ৩ ভাগে বিভক্ত; ডেটা বাস, কট্রোল বাস, অ্যাড্রেস বাস।
সিস্টেম বাস
- এই বাস সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে কম্পিউটারের অন্যান্য অংশকে সরাসরি সংযুক্ত করে। এই বাসের সাহায্যে সিপিইউ মেমোরি এবং অন্যান্য অংশের সাথে যোগাযোগ রক্ষা করে। সিস্টেম বাসকে ইন্টার্নাল বাসও বলা হয়। ব্যবহারিক দিক থেকে এটি ৩ ভাগে বিভক্ত। যথা
ডেটা বাস
- : ডেটা বাস হচ্ছে ইনপুট/আউটপুটের সার্কিট থেকে বেরিয়ে আসা এক গুচ্ছ তার। ডেটা বাস-এর কাজ হলো বিভিন্ন চিপের মধ্যে তথ্যের আদান প্রদান করা। এটি উপাত্ত গ্রহণ ও নির্গমনের কাজে ব্যবহৃত হয়। আধুনিক কম্পিউটারে ডেটা বাসের মাধ্যমে ইনপুট ডিভাইস বা রম/ র্যাম থেকে সিপিইউ তথ্য পড়ে এবং সিপিইউ আউটপুট ডিভাইস বা র্যাম এর তথ্য প্রেরণ করে। একে দ্বিমুখী বাস বলে।
- ডেটা বাস ৮ বিট, ১৬ বিট, ৩২ বিট, ৬৪ বিট বা তারও বেশি ক্ষমতার হতে পারে। ডেটা বাসের উপর ভিত্তি করে প্রসেসরকে চার ভাগে ভাগ করা হয়:
- 8 Bit Microprocessor: এ ধরনের মাইক্রোপ্রসেসর ৮ বিট (১ বাইট) এককে তথ্য পরিবহন করে।
- 16 Bit Microprocessor : এ ধরনের মাইক্রোপ্রসেসর ১৬ বিট (২ বাইট) এককে তথ্য পরিবহন করে।
- 32 Bit Microprocessor : এ ধরনের মাইক্রোপ্রসেসর ৩২ বিট (৪ বাইট) এককে তথ্য পরিবহন করে। ৩২ বিট অপারেটিং সিস্টেম হলো : Windows 98, Os/2, UNIX.
- 64 Bit Microprocessor : এ ধরনের মাইক্রোপ্রসেসর ৬৩ বিট (৮ বাইট) এককে তথ্য পরিবহন করে। ইনটেল ITANIUM একটি ৬৪ বিট মাইক্রোপ্রসেসর।
অ্যাড্রেস বাস
- অ্যাড্রেস বাসের সাহায্যে সিপিইউ মেমোরির কোন বিশেষ ঠিকানার সাথে সংযোগ স্থাপন করে। অ্যাড্রেস বাস একমুখী।
- অ্যাড্রেস বাসে ৮, ১২ বা তারও বেশি বিটের তার থাকে। অ্যাড্রেস বাস এর সাহায্যে ডাটা আসা-যাওয়া করে না, মেমোরি আসা-যাওয়া করে।
কন্ট্রোল বাস
- বাস মাধ্যমে সিপিইউ থেকে নিয়ন্ত্রণ নির্দেশ কম্পিউটারের বিভিন্ন অংশে প্রেরণ করে। মেমোরির ত্রুটিজনিত সমস্যার সমাধান নিরূপণে এই বাস ব্যবহৃত হয়। এটি উভমুখী বাস। এর সাহায্যে সিপিইউ যে অ্যাড্রেসে রয়েছে সেখানে মেমোরি পড়া, লেখা বা ইনপুট-আউটপুট নির্দেশ প্রেরণ করা যায়।
এক্সপানশন বাস
- কম্পিউটার প্রযুক্তির বিকাশের বিভিন্ন পর্যায়ে এক্সপানশান বাস আবিষ্কৃত হয়েছে। সিপিইউ এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট-আউটপুট ও অন্যান্য পেরিফেরাল ডিভাইসের সাথে যোগাযোগ করে। মাদারবোর্ডের প্রসেসর থেকে এ সকল এক্সপানশন স্লট বাস দ্বারা সংযোগ করা থাকে। উল্লেখযোগ্য এক্সপানশন বাসগুলো হলো
- ক. লোকাল বাস : যে সব বাস প্রধান বাসের তথ্য পরিবহনের চাপ কমিয়ে কম্পিউটারকে দ্রুত গতিতে কাজ করার সুযোগ তৈরি করে দেয় তাদের লোকাল বাস বলে। বিভিন্ন ধরনের লোকাল বাস আছে। তার মধ্যে দুটি Standard Local Bus হলো (i) VESA বাস (ii) PCI বাস।
- (i) VESA বাস : VESA এর পূর্ণরূপ Video Electronic Standard Architecture. ভিসা বাস ৩২ সিপিইউ গতিতে তথ্য বহন করতে পারে। এ বাস সিপিইউ এর নিয়ন্ত্রণে সিপিইউ এর সম্প্রসারিত অংশ হিসাবে কাজ করে। গ্রাফিক্স এর কাজের জন্য এটি বেশি প্রয়োজন হয়। IDE, SCSI, LAN ইত্যাদি ক্ষেত্রে VESA বাস ব্যবহার করা হচ্ছে।
- (ii) PCI বাস : PCI এর Peripheral Component Interconnect । PCI বাস সরাসরি প্রসেসরের সাথে যুক্ত থাকে। PCI Bus ও VESA বাসের মত ৩২ বিটের লোকাল বাস, তবে PCI BUS অনেক বেশি দক্ষ। বর্তমানে একে ৬৪ বিট বা ১২৮ বিটের উপযোগী করা হয়েছে। মাদারবোর্ডে পিসিআই বাস ৩২ বিটে কাজ করে। কম্পিউটারে ৪৮৬ উঢ থেকে শুরু করে পেন্টিয়াম ১-২-৩-৪, পাওয়ার পিসি ইত্যাদি ক্ষেত্রে PCI বাস দেখা যায়।
- USB বাস : USB এর পূর্ণরূপ Universal Serial Bus. ১৯৯৮ সাল থেকে ইন্টেল মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি কম্পিউটারগুলোতে এই বাস ব্যবহার করা হচ্ছে। ইনটেল মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি কম্পিউটারে এর ব্যবহার অত্যধিক। এখন ইউএসবি এর ভিত্তিতে মাউস, কী বোর্ড, স্ক্যানার, হার্ডডিস্ক, সিডি ড্রাইভ, ডিজিটাল ক্যামেরা, ফ্লপি ড্রাইভ ইত্যাদি তৈরি হচ্ছে।
- ফায়ারওয়্যার : ফায়ারওয়্যার হচ্ছে অত্যন্ত দ্রুতগতির বাস, এ যাবতকালের তৈরি সর্বাপেক্ষা দ্রুতগতির বাস। এ বাসের নাম হচ্ছে IEEE 1394। এতে প্রতি সেকেন্ডে ১০০, ২০০ বা ৪০০ মেগাবাইট ডেটা স্থানান্তর সম্ভব।
- AGP বাস : AGP এর পূর্ণরূপ Accelerated Graphics Port মাদারবোর্ডে এজিপি কার্ড স্থাপনের জন্য একটি মাত্র এজিপি স্লট থাকে। ভিডিও, গেমস, গ্রাফিক্স ইত্যাদি প্রদর্শনের জন্য এই বাস ব্যবহার করা হয়।
- ISA বাস : ISA এর পূর্ণরূপ Industry Standard Architecture । এটি ধীরগতি সম্পন্ন বাস। ১৯৮১ সালে IBM ইন্টেলের ৮০৮৮ প্রসেসরে ISA বাস ব্যবহৃত হয়ে আসছে। তখন এটি ছিলো ৮ বিট ডেটা বাস। পরবর্তীতে ১৯৮৪ সালে ৮ বিট ISA বাসকে উন্নত করে ১৬ বিট ISA বাসে রূপান্তর করে।
- EISA বাস : EISA এর পূর্ণরূপ Extended Industry Standard Architecture. ১৬ বিটের ISA বাসের বর্ধিত সুবিধা যোগ করে ৩২ বিটের EISA বাস তৈরি করা হয়।
গুরুত্বপূর্ণ তথ্যাবলি
- ১. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয় বাস
- ২. In computers, bus width is measured in Bits
- ৩. উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম ডাটা বাস
- ৪. USB stands for Universal Serial Bus
কম্পিউটার বাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ MCQ

Time's up